সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:১৩ পূর্বাহ্ন
বি নিউজ বিদেশ : সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আটক হওয়া স্টেস্ট কাউন্সিলর সু চি’র ঘনিষ্ঠ সহযোগী ও ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতা উইন হেটেইন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার। শুক্রবার ভোরে উইন হেটেইন নামের ওই নেতাকে ইয়াঙ্গুনের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিবিসি। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চি’সহ এনএলডি নেতাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। তবে, গ্রেপ্তার হওয়া নেতাদের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, অং সান সু চি ও তার দলের অন্য নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার এ আহ্বান জানানোর পাশাপাশি মিয়ানমারের জরুরি অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। আটকদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি দেশটির সেনাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দেয়ারও আহ্বান জানান।