শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৬ পূর্বাহ্ন
বি নিউজ বিনোদন: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ২১ ব্যক্তিকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য এতে স্থান পেয়েছেন ৭ খ্যাতিমান ব্যক্তি। এ তালিকায় রয়েছেনÑঅভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা, অভিনয়-নির্দেশনায় আহমেদ ইকবাল হায়দার, নির্মাণে সৈয়দ সালাউদ্দিন জাকী, সংগীতে পাপিয়া সারোয়ার, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও আলোকচিত্রে পাভেল রহমান। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়। অনুভূতি ব্যক্ত করে অভিনেতা রাইসুল ইসলাম আসাদ বলেনÑপুরস্কার প্রাপ্তি সবসময়ই ভালোলাগার। এর বাইরেও ভালোলাগার একটি কারণ আছে। একসময় দেশের জন্য যুদ্ধ করেছি, এরপর অভিনয় নিয়ে কাজ করে যাচ্ছি। আর এমন সময়ে রাষ্ট্রীয় পুরস্কারটি পেলাম যখন মুক্তিযুদ্ধের শক্তির সরকার দেশ পরিচালনা করছে। আর চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজনও চলছে। এটিও খুব সুন্দর একটি দিক।