শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ১২:০০ অপরাহ্ন
বি নিউজ বিদেশ : নাইজেরিয়ায় বোকো হারামের অপহরণ করা কয়েকশ’ শিক্ষার্থীদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা গেছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যের একটি স্কুল থেকে ওই শিক্ষার্থীদের অপহরণ করে বোকো হারাম। খবর আনাদোলু এজেন্সির। কাতসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারি একটি রেডিও স্টেশনকে বলেছেন, কাতসিনার ছোট একটি শহর কানকারা একটি বোর্ডিং স্কুল থেকে বোকো হারাম কয়েকশ’ শিক্ষার্থীকে অপহরণের পর তিনি অভিযানের নির্দেশ দিয়েছেন। ওই অভিযানে দুই শিক্ষার্থী মারা গেছে বলে জানান তিনি। তিনি বলেন, অপহৃত শিক্ষার্থীদের অধিকাংশকেই পার্শ্ববর্তী প্রদেশের জামফারা বনে রাখা হয়েছে। তাদের বাঁচানোর চেষ্টা চলছে। গত ১১ ডিসেম্বর রাতে ওই বোর্ডিং স্কুলে হামলা চালায় বোকো হারামের সদস্যরা। এ সময় তারা ছয় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে। পরে ওই এলাকায় যান প্রতিরক্ষামন্ত্রী বাশির সালিহি। খুব শিগগিরই অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহরি নিরীহ শিশুদের উপর বোকো হারামের কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী বনের মধ্যে সশস্ত্র দলটিকে চিহ্নিত করেছে এবং একটি অভিযান শুরু হয়েছে।