সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১১:৫৭ অপরাহ্ন
বি নিউজ : রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে ২ হাজার ৮৪৫টি ইয়াবা, ৯৭০ পুরিয়া হেরোইন, ৩০ পুরিয়া গাঁজা এবং ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।